www.chini24.online

www.chini24.online detailed reporting and presentation of information about current events, issues, or stories.

Subscribe Us

Monday, 6 January 2025

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন লিওনেল মেসি-হিলারি ক্লিনটন

 

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন লিওনেল মেসি-হিলারি ক্লিনটন






যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পেলেন আর্জেন্টিনা ফুটবল তারকা লিওনেল মেসি। যিনি ক্যারিয়ারের বেশিরভাগ সময় বার্সেলোনায় কাটিয়ে এখন আছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। এছাড়াও সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন, শেফ জোসে আন্দ্রেস, অভিনেতা মাইকেল জে. ফক্স এবং সংরক্ষণবাদী জেন গুডালসহ ১৯ জনকে এবার পুরুস্কৃত করা হয়েছে। 

   

শনিবার ৪ জানুয়ারি হোয়াইট হাউসে পুরস্কার প্রাপ্তদের হাতে এ পুরস্কার তুলে দেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এই পুরস্কারপ্রাপ্তদের প্রতি বাইডেন তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের কাজের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট বাইডেন আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়বেন। এরপর নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন।


আরো জানুন :-লিওনেল মেসির জীবন বৃত্তান্ত see more


হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, আর্জেন্টিনায় শিশুদের নিয়ে জনহিতকর কাজের জন্য এই সম্মান পেয়েছেন মেসি। আর্জেন্টিনীয় খেলোয়াড়ের সময়সূচি জটিলতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। এছাড়া বিনিয়োগকারী ও দাতা জর্জ সোরোসও পুরস্কার পান, যা তার ছেলে অ্যালেক্স তার হয়ে গ্রহণ করেন। যারা পুরস্কার পেয়েছেন তারা নিজ নিজ কাজের মাধ্যমে যুক্তরাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা জোরদার করা, উন্নয়ন ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ব্যক্তিগত, জাতীয় ও বেসরকারি পর্যায়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।
রাজনীতি, মানবাধিকার, ক্রীড়াঙ্গন, বিজ্ঞান, বিনোদন ও এলবিজিটিকিউ-এর প্রসারে কাজ করা ব্যক্তিদের এই পুরস্কার দেয়া হয়। এবার ১৯ জন পেলেন রাষ্ট্রপতি পদক। পুরস্কার প্রাপ্তদের মধ্যে আরো রয়েছেন ডেমোক্রেটিক পার্টির বড় অনুদানদাতা বিলিওনিয়ার জর্জ সরোস। এর মধ্যে ক্রীড়া বিভাগে কাতার বিশ্বকাপ ও পরপর দুই কোপা আমেরিকা জয়ী মেসি পেলেন এই পুরস্কার।
মেসি ছাড়াও যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় খেলা বাস্কেটবলের ৬৫ বছর বয়সী সাবেক তারকা ‘ম্যাজিক জনসন’ এই পুরস্কার পেয়েছেন। তিনি ৫ বারের বাস্কেটবলের লিগ টুর্নামেন্ট এনবিএল জিতেছেন। অবসরের পর থেকে জনসন প্রায় ৩০ বছর এইচআইভি প্রতিরোধে জনসচেতনা সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন।
মেসি ২০২৩ সালের জুনে পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেন। এরপর থেকে যুক্তরাষ্ট্রের ফুটবলে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন তিনি। তবে মেসিকে পদক দেওয়া হচ্ছে শিশু স্বাস্থ্য ও শিক্ষা সম্প্রসারণে লিওনেল মেসি ফাউন্ডেশন ও ইউনিসেফের মাধ্যমে কাজ করার জন্য।
প্রসঙ্গত, ২০১২ সালে তত্‌কালীন প্রেসিডেন্ট ওবামাও যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করে সম্মানিত করেছিলেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে।

No comments:

Post a Comment

Powered by Blogger.

Search This Blog

About Us

About Us
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

Editors Choice

3/recent/post-list