www.chini24.online

www.chini24.online detailed reporting and presentation of information about current events, issues, or stories.

Subscribe Us

Friday, 10 January 2025

মাস্ক, ঘোমটা ও ভুয়া পাসপোর্টসহ 'কট' নিপুণ! তদন্তে রহস্যময় তথ্য


লন্ডন যেতে পারেনি চিত্রনায়িকা নিপুন





সিলেট, ১০ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুনকে লন্ডন যেতে দেওয়া হয়নি।

আজ শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি লন্ডনের ফ্লাইট ধরতে চেয়েছিলেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এসএসআই) সদস্যদের আপত্তিতে তাকে আটকে দেওয়া হয় বলে জানিয়েছেন বিমানবন্দর ইমিগ্রেশন কর্মকর্তারা।

ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোস্তফা নূর-ই বাহার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোয়েন্দা সংস্থার সদস্যদের আপত্তির কারণে তাকে ইমিগ্রেশন পাস দেওয়া হয়নি। পরে তিনি বিমানবন্দর থেকে ফিরে গেছেন।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, পাসপোর্টে নিপুনের নাম নাসরিন আক্তার লেখা ছিল। মুখে মাস্ক থাকায় তাকে প্রথমে কেউ চিনতে পারেনি। বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশনে গেলে গোয়েন্দা সংস্থার লোকজন তার ব্যাপারে আপত্তি তোলেন। তিনি প্রথমে নিজেকে নিপুন বলে অস্বীকার করে নাসরিন আক্তার পরিচয় দেন। পরে, যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় তিনিই নিপুন।

শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-২০১) লন্ডন যেতে সড়কপথে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নিপুন। গত ৫ আগস্টে ছাত্র-জনতার অভুত্থানে আওয়ামী সরকার পতনের পর এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। তার সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে।

 

No comments:

Post a Comment

Powered by Blogger.

Search This Blog

About Us

About Us
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

Editors Choice

3/recent/post-list