শুধু তাই নয়, ফোল্ড আইফোনটির বাইরের ও ভেতরের ডিসপ্লে সাইজ সম্পর্কেও তথ্য দিয়েছে ডিজিটাল চ্যাট স্টেশন। ফোল্ডেবল আইফোনের বাইরে ও ভেতরে যথাক্রমে ৫.৪৯-ইঞ্চি ও ৭.৭৪-ইঞ্চির দুটি ডিসপ্লে থাকবে। এর ফলে এই ক্যাটাগরিতে সবচেয়ে ছোট আকারের ফোনগুলোর একটি হতে চলেছে এই ফোল্ডেবল আইফোন। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী স্যামসাং গ্যালাক্সি’র জেড ফোল্ড ৬ এবং গুগল পিক্সেল ৯ প্রো ফোল্ড মডেলের চেয়েও আকারে বেশ খানিকটা ছোট হবে ফোল্ড আইফোনটি।
No comments:
Post a Comment