
ইংলিশ প্রিমিয়ার লিগে ফের হোঁচট খেয়েছে লিভারপুল। বুধবার দিবাগত রাতে অ্যাস্টন ভিলার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্নে স্লটের শিষ্যরা। এ নিয়ে সবশেষ ৩ ম্যাচের মধ্যে দুটিতেই পয়েন্ট ভাগ করল তারা। এভারটনের সঙ্গে ড্রয়ের পর আগের ম্যাচে উলভসকে হারায় লিভারপুল।
ড্র করলেও টেবিলে সেটার কোনো প্রভাব পড়েনি লিভারপুলের ওপর। যথারীতি শীর্ষেই অবস্থান করছে রেডরা। ২৬ ম্যাচে তাদের সংগ্রহ ৬১ পয়েন্ট। ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আর্সেনাল। লিভারপুলের চেয়ে এক ম্যাচ কম খেলেছে মিকেল আর্তেতার দল। তিনে আছে নটিংহাম ফরেস্ট। তাদের সংগ্রহ ৪৭ পয়েন্ট।

ভিলা পার্কে ২৯ মিনিটে মিশরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ'র গোলে এগিয়ে যায় লিভারপুল। এরপরও পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় সফরকারী দলকে। ৩৮ মিনিটে অ্যাস্টন ভিলাকে ম্যাচে ফেরান ইউরি টিলেমানস। প্রথমার্ধের যোগ করা সময়ে ওলি ওয়াটকিন্স জালের দেখা পেলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৬১ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের গোলে সমতায় ফেরে অতিথিরা। বাকি সময়ে আর কোনো গোল না করতে পারায় জয়হীন থেকে ম্যাচ শেষ করে তারা।
No comments:
Post a Comment