www.chini24.online

www.chini24.online detailed reporting and presentation of information about current events, issues, or stories.

Subscribe Us

Thursday, 20 February 2025

নতুন আইফোনের ঘোষণা দিল অ্যাপল, দাম কত

 

আইফোন ১৬ই
আইফোন ১৬ইঅ্যাপল

আইফোন ১৬ সিরিজের নতুন মডেল ‘আইফোন ১৬ই’ আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। শক্তিশালী এ১৮ প্রসেসরে চলা নতুন মডেলের আইফোনটির নকশা অনেকটা আইফোন ১৪-এর মতো হলেও এতে ‘ডায়নামিক আইল্যান্ড’ ও টাচ আইডি ইন্টারফেস সুবিধা নেই। তবে যোগ হয়েছে ফেস আইডি সুবিধা। সহজে ফেস আইডি ব্যবহারের জন্য মডেলটিতে সামনের ক্যামেরা নচের মধ্যে বসানো হয়েছে। সংস্করণ ভেদে আইফোন ১৬ই মডেলের দাম ধরা হয়েছে ৫৯৯ মার্কিন ডলার বা প্রায় ৭২ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা ধরে)।

আইফোন ১৬ই
আইফোন ১৬ই
অ্যাপল

৬ দশমিক ৬ ইঞ্চি ওএলইডি পর্দার আইফোন ১৬ই মডেলটি আকারে আইফোন ১৬ সিরিজের অন্যান্য মডেলগুলোর তুলনায় কিছুটা ছোট এবং সরু। এতে কাস্টমাইজেবল অ্যাকশন বাটন থাকলেও নতুন ‘ক্যামেরা কন্ট্রোল’ সুবিধা যুক্ত করা হয়নি।



ইউরোপীয় ইউনিয়নের নিয়ম মেনে আইফোন ১৬ই-তে লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি-সি পোর্ট যুক্ত করা হয়েছে। তবে নতুন মডেলে ম্যাগসেফ প্রযুক্তি এবং দ্রুত ওয়্যারলেস চার্জিং সুবিধা নেই। আর তাই আইফোন ১৬ই মডেলটি ৭ দশমিক ৫ ওয়াটের কিউই ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।

আইফোন ১৬ই
আইফোন ১৬ই
অ্যাপল

আইফোন ১৬ই মডেলে রয়েছে একটি মাত্র ৪৮ মেগাপিক্সেলের ‘টু ইন ওয়ান ক্যামেরা সিস্টেম’। অতিরিক্ত ক্যামেরা না থাকলেও ওয়্যারলেস চার্জিং সমর্থন এবং পানি প্রতিরোধী আইপি রেটিং বেশি রয়েছে মডেলটিতে। গুরুত্বপূর্ণ দিক হলো, আইফোন ১৬ই মডেলে প্রথমবারের মতো অ্যাপলের তৈরি নিজস্ব মডেম ব্যবহার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই কোয়ালকমের তৈরি মডেম থেকে সরে আসার পরিকল্পনা করছিল অ্যাপল। অবশেষে সেই প্রচেষ্টার সফল বাস্তবায়ন দেখা গেল।



অ্যাপলের তথ্যমতে, অ্যাপল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহারের জন্য কমপক্ষে ৮ গিগাবাইট র‍্যাম প্রয়োজন। আর তাই ধারণা করা হচ্ছে, আইফোন ১৬ই মডেলে অন্তত ৮ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। আগামীকাল শুক্রবার থেকে আইফোন ১৬ই মডেলের আগাম ফরমাশ করা গেলেও বিক্রি শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে

No comments:

Post a Comment

Powered by Blogger.

Search This Blog

About Us

About Us
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

Editors Choice

3/recent/post-list