
থাকতেন ঢাকায়। কিন্তু গ্রেফতার এড়াতে চলে যান গ্রামের বাড়িতে। তবু মেলেনি রেহাই। ধরা খেলেন পুলিশের হাতে। বলছি আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তারের কথা।
রোববার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দোলনা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য। তিনি ওই গ্রামের দুলাল হোসেনের মেয়ে।
ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ বলেন, শেখ হাসিনার দেশত্যাগের পর ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন দোলনা। সম্প্রতি ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেফতার এড়াতে ফুলবাড়ীতে চলে আসেন তিনি। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে
No comments:
Post a Comment