www.chini24.online

www.chini24.online detailed reporting and presentation of information about current events, issues, or stories.

Subscribe Us

Wednesday, 19 February 2025

ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি

 

.

বাংলাদেশের ইন্টারনেট খাতে ভারত-নির্ভরতা কমাতে এবং ব্যান্ডউইথ আমদানিতে ভারসাম্য আনতে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১ মার্চ থেকে ভারত হয়ে ৫০ শতাংশের বেশি ব্যান্ডউইথ সঞ্চালন করতে পারবে না আইআইজি প্রতিষ্ঠানগুলো।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ মার্চ থেকে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরগুলো আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) অপারেটরদের মাধ্যমে সর্বোচ্চ ৫০ শতাংশ ট্রাফিক সঞ্চালিত করতে পারবে। অর্থাৎ কোনো (আইআইজি) অপারেটর তাদের মোট ইন্টারনেট ব্যান্ডউইথের ৫০ শতাংশের বেশি আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল ক্যাবলের (আইটিসি) মাধ্যমে আনতে পারবে না। বর্তমানে ৬০ শতাংশের বেশি ব্যান্ডউইথ আইটিসি দিয়ে ভারত হয়ে সঞ্চালিত করছে আইআইজি প্রতিষ্ঠানগুলো।

নতুন গাইডলাইনে বলা হয়েছে, আইআইজি অপারেটরদের প্রধান সংযোগ হতে হবে আইএলডিসির মাধ্যমে এবং ১০ শতাংশ ব্যাকআপ ক্যাপাসিটি রাখা যাবে স্যাটেলাইট আর্থ স্টেশন বা ভিস্যাট (VSAT)-এর মাধ্যমে। পরিবর্তী সময়ে নিয়ম অনুসারে, ব্যান্ডউইথ আমদানির ক্ষেত্রে ভারসাম্য রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে নির্ভরতা শুধু ভারতের ওপর না থাকে এবং দেশীয় সাবমেরিন ক্যাবলের ব্যবহার নিশ্চিত করা হয়।

ব্যান্ডউইথ সরবরাহে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এককভাবে নিয়ন্ত্রণ ও পূর্ণ সক্ষমতা ধরে রাখলেও বিগত সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনায় বেসরকারি খাতকে নিয়মবহির্ভূতভাবে এই সুবিধা দেওয়া হয়েছিল। এর প্রভাবে বিএসসিপিএলসির ব্যান্ডউইথ বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং বেসরকারি আইটিসিগুলোর প্রভাব বাড়তে থাকে, যা বাংলাদেশের ইন্টারনেটকে করে তুলেছিল ভারতনির্ভর। বর্তমানে শতভাগ সক্ষমতা থাকা সত্ত্বেও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি দেশের মোট চাহিদার অর্ধেকেরও কম ব্যান্ডউইথ সরবরাহ করছে।

এই নীতিমালা বাস্তবায়ন হলে দেশীয় কোম্পানির ব্যান্ডউইথ ব্যবহার বৃদ্ধি পাবে অনেকটাই। আপনারা একে চ্যালেঞ্জ মনে করছেন কি না? ৫০-৫০ কি ঠিক আছে, নাকি ৬০-৪০/৭০-৩০ করা হলে ভালো হতোÑ এমন প্রশ্নের জবাবে বিএসসিপিএলসির বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক আরিফুল হক আমার দেশকে বলেন, ৫০-৫০ ইজ এ গুড স্টার্ট। এটা ধীরে ধীরে আমদানি শূন্যে নামিয়ে আনতে হবে। আমাদের সক্ষমতা আছে। ভারত থেকে আনার দরকার নেই।

ভবিষ্যতে এ ভারতমুখিতা ৫০ শতাংশ থেকে ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনাই লক্ষ্য জানিয়েছে বিটিআরসির একটি সূত্র।

অন্যদিকে আইটিসি অপারেটরদের জন্যও নতুন শর্তারোপ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো মোট বার্ষিক রাজস্বের ৩ শতাংশ বিটিআরসিতে জমা দিতে হবে, যা আগে ১ শতাংশ ছিল।

বিটিআরসি আরও জানিয়েছে, এতদিন সামিটসহ ছয়টি আইটিসি অপারেটর ভারত হয়ে ব্যান্ডউইথ এনে ব্যবসা করলেও সরকার রাজস্ব পেত নামমাত্র। কারণ সাবমেরিন ক্যাবলের ক্ষেত্রে রেভিনিউ শেয়ারিং হার ৩ শতাংশ হলেও আইটিসি অপারেটরদের জন্য ছিল মাত্র ১ শতাংশ!

এই বৈষম্যমূলক নীতির ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো লাভবান হলেও সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব হারিয়েছে। এ নীতিমালা ১ মার্চ থেকে কার্যকর করার মাধ্যমে সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে যাচ্ছে।

বিটিআরসির এক সূত্র জানিয়েছে, ভবিষ্যতে ভারত হয়ে প্রবাহিত ব্যান্ডউইথের হার আরো কমানোর পরিকল্পনা রয়েছে। নতুন নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে দেশীয় অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে এবং কৌশলগত নিরাপত্তাও জোরদার হবে।

এই কঠোর নীতিমালার মাধ্যমে বাংলাদেশ তার ব্যান্ডউইথ নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে যাচ্ছে, যা দেশের ডিজিটাল সার্বভৌমত্ব নিশ্চিত করবে!

No comments:

Post a Comment

Powered by Blogger.

Search This Blog

About Us

About Us
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

Editors Choice

3/recent/post-list