
লিওনেল মেসির একটি কোম্পানির বিরুদ্ধে ডিজাইন নকলের অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার ও রেসলার লোগান পল। এটার আইনি সমাধানের জন্য তারকা ফরওয়ার্ডকে বক্সিং খেলার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।
২০২২ সালে প্রাইম হাইড্রেশান নামের একটি এনার্জি ড্রিংক বাজারে আনেন পল। অন্যদিকে গত বছর মাস প্লাস নামে আরেকটি এনার্জি ড্রিংক বাজারে আনে মেসির একটি কোম্পানি। বাজারে এসেই প্রাইম হাইড্রেশানের বিরুদ্ধে বোতল মোড়কজাতে নকলের অভিযোগ আনে মাস প্লাস। নিজেদের ডিজাইন নকল করায় আইনি নোটিশও দেয় এনার্জি ড্রিংক কোম্পানিটি। বিষয়টি নিয়ে এতোদিন মুখে কুলুপ এটে ছিল প্রাইম হাইড্রেশান। এবার মাস প্লাসের বিরুদ্ধে উল্টো বোতলের মোড়ক নকলের অভিযোগ এনেছেন প্রাইম হাইড্রেশানের মালিক পল।
বিষয়টি নিয়ে পল বলেন, ‘সবাই দেখেছে কারা ডিজাইন নকল করেছে। মেসির মাস প্লাস দেখতে হুবহু প্রাইম হাইড্রেশানের মতো। এটা মোটেও ঠিক হয়নি। এজন্য আমরা তাদের বিরুদ্ধে মামলা করব।’
পল আরও বলেন, ‘আমি কথা দিলাম মেসির বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিব না। কিন্তু এজন্য লিওনেল মেসি ও লোগান পলের মধ্যে একটি বক্সিং ফাইট হতে হবে। মেসি তুমি কি তার জন্য প্রস্তুত?’ পলের এই চ্যালেঞ্জের জবাবে মেসি কি বলেন সেটাই এখন দেখার বিষয়।
No comments:
Post a Comment