
আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা ‘দখল’-এর প্রস্তাবের বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার লন্ডনের ওয়েস্ট মিনস্টারের হোয়াইট হলের সামনে জড়ো হন কয়েক হাজার ফিলিস্তিনি সমর্থক। সে সময় তাদের হাতে ছিল ‘গাজা থেকে হাত সরিয়ে নাও’-সহ বিভিন্ন লেখাসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার।
পরে বিক্ষোভকারীরা দক্ষিণ-পশ্চিম লন্ডনের নাইন এলমসে অবস্থিত আমেরিকান দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।
এ ছাড়া বিক্ষোভকারীদের হাতে ছিল ‘ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াও’, ‘মিস্টার ট্রাম্প, কানাডা আপনার ৫১তম রাজ্য নয়’, ‘গাজা আপনার ৫২তম রাজ্য নয়’ লেখা ব্যানার।
গত মাসের শুরুতে ট্রাম্প এক সংবাদ সম্মেলনে গাজা ‘দখল’ এবং পুনর্নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেন। তার প্রস্তাব ছিল ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করার। তার ওই ঘোষণার পরপরই আরব দেশসহ বিশ্বজুড়ে শুরু হয় নিন্দার ঝড়।
বিক্ষোভকারীদের একজন ৮৭ বছর বয়সি স্টিফেন কাপোস, যিনি হলোকাস্ট থেকে বেঁচে ফিরেছেন। তিনি গণমাধ্যমকে জানান, ট্রাম্পের এ প্রস্তাব সম্পূর্ণ অনৈতিক ও যুক্তিহীন। কারণ দুই মিলিয়ন মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়ার নাম করে নির্বাসনে পাঠানো যাবে না।
প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি) আয়োজিত বিক্ষোভ মিছিলটি ২০২৩ সালের ৭ অক্টোবরের পর লন্ডনে অনুষ্ঠিত ২৪তম প্রধান ফিলিস্তিনপন্থি বিক্ষোভ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
No comments:
Post a Comment