দক্ষিণ ভারতের সুপারস্টার অজিত কুমার। তার সিনেমা মানেই বক্স অফিস হিট। ভারতবর্ষে তার জনপ্রিয়তাও আকাশচুম্বি। ক্যারিয়ারের শুরুর দিকে অনেক নায়িকার সঙ্গেই জুটি হয়ে হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তাদের একজন সিমরান। অজিত ও সিমরান একসঙ্গে পর্দায় প্রথম হাজির হন ১৯৯৮ সালে ‘অবাল বারুয়ালা’ ছবি দিয়ে। সেই ছবি ছিল ব্যবসা সফল।
এরপর ‘ভালে’ (১৯৯৯) এবং ‘উন্নাই কোডু’ (২০০০) সিনেমাগুলোতে তাদের রসায়ন দর্শককে মুগ্ধ করেছিল। আজও সেইসব ছবির নানা দৃশ্য ও গান নস্টালজিক করে দর্শককে।

No comments:
Post a Comment