
রাজধানীর উত্তরায় বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে যায় একটি শিশু। তাৎক্ষণিকভাবে ওই শিশুটির বাবা প্রতিবাদ করে। এতে কয়েকজন উচ্ছৃঙ্খল ছেলে শিশুটির বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
এ সময় স্বামীকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন ওই ব্যক্তির স্ত্রীও। পরে পথচারীরা দ্রুত এই দম্পতিকে হাসপাতালে ভর্তি করে। উচ্ছৃঙ্খল এসব ছেলে স্থানীয় সঙ্ঘবদ্ধ কিশোর গ্যাং সদস্য বলে জানা গেছে।
সোমবার রাত নয়টার পরে উত্তরার ৭ নম্বর সেক্টর এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
ধারালো অস্ত্র দিয়ে শিশুটির পিতাকে কোপানোর একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় কিশোর গ্যাং সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে একজন ব্যক্তিকে। তার সঙ্গে থাকা স্ত্রী তাকে রক্ষার চেষ্টা করছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উচ্ছৃঙ্খল কিছু ছেলে রাত ৯টার পর বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। তখন ওই স্থান দিয়ে এক দম্পতি তাদের বাচ্চাকে নিয়ে বাসায় যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির মোটরসাইকেলের কারণে শিশুটি দুর্ঘটনায় পড়তে গিয়েও অল্পের জন্য রক্ষা পায়। এ ঘটনায় শিশুটির বাবা-মা প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালায় কিশোর গ্যাং। পরে স্থানীয়রা একত্রিত হয়ে কিশোর গ্যাংয়ের দুইজনকে আটক করে। থানায় খবর দিলে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান আমার দেশকে জানান, দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের ওই দুজনকে পুলিশ নিয়ে যাওয়ার সময় তারা স্থানীয় বাসিন্দা এবং ওই দম্পতিকে ছাড়া পেয়ে দেখে নেয়ারও হুমকি দিয়ে যায়।
No comments:
Post a Comment