
শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। এর আগে, শুক্রবার রাতে সাভার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
১৭ ফেব্রুয়ারি মধ্যরাতে মির্জাপুর এলাকায় রাজশাহীগামী বাসে তিন ঘণ্টা ধরে ডাকাতি হয়। ওই সময় দুই নারীর শ্লীলতাহানি করা হয়। পরে যাত্রীরা বাসটি আটকে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তা চায়। বাস যাত্রীদের হাতে আটক বাসচালক বাবলু, সুপারভাইজার মাহবুব ও হেলপার সুমনকে বড়াইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনাস্থল টাঙ্গাইল জেলায় হওয়ায় সেখানে মামলার পরামর্শ দেন ওসি সিরাজুল ইসলাম। পরে কেউ মামলা না করায় পুলিশ ৫৪ ধারায় তাদের আদালতে পাঠালে জামিনে মুক্ত হন সবাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সময়মতো না জানানোয় ওসি সিরাজুল ইসলামকে ২১ ফেব্রুয়ারি ক্লোজড করা হয়।
সবশেষ ২০ ফেব্রুয়ারি রাতে এ ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন বাসযাত্রী ওমর আলী।
No comments:
Post a Comment