
দিনাজপুরের হিলি সীমান্তে রেলসেতুর সংস্কারকাজে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। ফলে ছয়দিন ধরে বন্ধ রয়েছে কাজ।
এ নিয়ে বিজিবি-বিএসএফের বৈঠক হলেও কোনো সুরাহা মেলেনি। এতে ক্ষুব্ধ এলাকাবাসী।
হিলি সিপি এলাকার বাসিন্দা উজ্জ্বল হোসেন বলেন, ১০ ফেব্রুয়ারি রেললাইন সেতুর সংস্কারের কাজ করতে যান মিস্ত্রিরা। এতে বাধা দেয় বিএসএফ। শনিবার দুই দেশের বাহিনীর সঙ্গে বৈঠকেও কোনো সমাধান মেলেনি। উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগের এটিই একমাত্র পথ।
তিনি বলেন, আমাদের সীমান্তে আমরা থাকি। এখানে আমরা কাজ করবো, বিএসএফ কেন বাধা দেয় জানি না।
মুঠোফোনে এ বিষয়ে কথা বলতে রাজি হননি হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হিলি রেলওয়ের একজন কর্মচারী বলেন, আমরা সেতুর সংস্কারকাজ করতে গিয়েছিলাম। কিন্তু বিএসএফের বাধায় আপাতত কাজ বন্ধ রয়েছে।
No comments:
Post a Comment