
বান্দরবানে রুম্পা দাশ নামে ৩০ বছর বয়সী এক নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে শহরের বনরূপাপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রুম্পা বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন। তিনি জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত কনস্টেবল সৌরভ দাশ ঢালীর স্ত্রী। রুম্পার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকায়।
স্থানীয়রা জানায়, রোববার রাতে খাবার খেয়ে দুই সন্তানকে নিয়ে এক কক্ষে ঘুমাতে যান স্বামী। আরেকটি কক্ষে ঘুমান রুম্পা। সকাল হলেও দরজা না খোলায় ডাকাডাকি করেন সৌরভ। একপর্যায়ে দরজা ভেঙে খুলতেই দেখেন তার ঝুলন্ত লাশ। রাতের কোনো এক সময় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বান্দরবান সদর থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।
No comments:
Post a Comment