
টিভি নাটকের উদীয়মান একজন অভিনেত্রী নাজনীন নীহা। ২০২৩ সালে পবিত্র ঈদুল ফিতরে লাভ সেমিস্টার দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তার। খুব বেশিদিন হয়নি অভিনয়ের দুনিয়ায় তার পথচলা। কিন্তু এখন পর্যন্ত তিনি যতগুলো নাটকে অভিনয় করেছেন, বলা যায় অভিনয়ের জন্যই প্রতিটি নাটকে তিনি বেশ প্রশংসিত হয়েছেন।
এবার তিনি দর্শকদের উপহার দিতে যাচ্ছেন নতুন আরেকটি নাটক। আসছে ভ্যালেন্টাইনস ডেতে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে জাকারিয়া সৌখিন রচিত ও পরিচালিত ভালেন্টাইনস ডের বিশেষ নাটক ‘মন দুয়ারী’। এতে নীহা অভিনয় করেছেন বাংলাদেশের নাটকপ্রেমী দর্শকের এই সময়ের সবচেয়ে প্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে। তাই নাটকটি নিয়ে নীহার মনের মধ্যেও এক ধরনের উচ্ছ্বাস-আনন্দ কাজ করছে।
নীহা জানান, ‘এই নাটকে দর্শক নতুন এক নীহাকে দেখবেন। নির্মাতা জাকারিয়া সৌখিন আমাকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, এই নাটকে অপূর্ব ভাইকেও দর্শক একেবারেই ভিন্নরূপে দেখতে পাবেন। গল্পটাও চমৎকার। লোকেশন, সিনেমাটোগ্রাফি, শিল্পীদের অভিনয়, গল্প- সব মিলিয়ে আশা করা যাচ্ছে মন দুয়ারী হতে যাচ্ছে এবারের ভ্যালেন্টাইনস ডের সবচেয়ে আলোচিত দর্শকপ্রিয় নাটক।’

অপূর্বর সঙ্গে অভিনয় প্রসঙ্গে নীহা বলেন, ‘অনেক আগে থেকেই আমি অপূর্ব ভাইয়ের অভিনয়ের একজন ভক্ত। তার অভিনীত নাটকগুলো আমার ভীষণ ভালো লাগত। তাই যখন থেকে নিয়মিত অভিনয় করা শুরু করি, তখন থেকেই স্বপ্ন ছিল অপূর্ব ভাইয়ের সঙ্গে অভিনয় করার। অবশেষে সৌখিন ভাই এবং সিএমভি আমাকে সেই সুযোগ করে দিয়েছে, যে কারণে আমি সৌখিন ভাইয়ের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। কারণ টানা ১৩ দিন এই নাটকের শুটিং হয়েছে। অপূর্ব ভাই এবং সৌখিন ভাই আমাকে অভিনয়ের অনেককিছুই শিখিয়েছেন। অভিনয় আরো ভালো হওয়ার জন্য পূর্ণ সহযোগিতা করেছেন। সব মিলিয়ে মন দুয়ারী খুব ভালো হয়েছে, যে কারণে আমার কাছে মনে হচ্ছে এবারের ভ্যালেন্টাইনসে দর্শক মন দুয়ারীতেই বুঁদ হয়ে থাকবেন।’
এদিকে নীহা এরইমধ্যে মিফতাহ আনানের পরিচালনায় ইয়াশ রোহানের সঙ্গে আরো একটি নাটকের কাজ শেষ করেছেন। এ নাটকটিও শিগগিরই প্রচারে আসবে।
নীহা অভিনীত সর্বশেষ প্রচারিত আলোচিত নাটক হলো মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘যুগল’ এবং রুবেল হাসান পরিচালিত ‘অবুঝ পাখি’। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘তখন যখন’ নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মাননায় ভূষিত হন তিনি।
No comments:
Post a Comment