
দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল বিবাহ বিচ্ছেদ গুঞ্জন। ভাঙতে চলেছে সংসার। আগে থেকে এমনটা প্রায় নিশ্চিত থাকলেও শুধু বাকি ছিল চূড়ান্ত বিচ্ছেদ ঘোষণা। সেটিও ঘটেছে ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল ও মডেল ধনশ্রী বর্মার সঙ্গে। অবশেষে ঘর ভাঙল এই দুই তারকার।
ভারতীয় গণমাধ্যম জানায়, গত বৃহস্পতিবার বিকেলে মুম্বাইয়ের পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করেন চাহাল-ধনশ্রী। প্রকাশ্যে এনেছেন ডিভোর্স নেয়ার কারণও। গেল ১৮ মাস ধরে আলাদা ছিলেন তারা।
ডিভোর্সের কারণ হিসেবে চাহাল-ধনশ্রী জানান, একে অপরের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল তাদের। দুপক্ষের কথা শোনার পর বিচারক তাদের ৪৫ মিনিট কথা বলার নির্দেশ দেন। কাউন্সেলিংও হয় তাদের। সময়সীমা শেষ হওয়ার পর দুজনই জানান, ডিভোর্স চান তারা।
বিচ্ছেদের পর ঈশ্বরে আস্থা রাখার বার্তা দিয়েছেন দুজনই। সামাজিক মাধ্যমে চাহাল লিখেছেন, ‘ঈশ্বর আমাকে এতবার রক্ষা করেছেন যে আমি গুণে শেষ করতে পারি না। নিজের অজান্তেই কতবার যে বিপদ থেকে রক্ষা পেয়েছি, সেটাও আমার অজানা। সবসময় ঈশ্বর আমার পাশে রয়েছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ।’
ধনশ্রী লিখেছেন, ‘ঈশ্বর আমাদের চিন্তা আর কষ্টগুলোকে আশীর্বাদে পরিণত করেন, আমাদের ভালোর জন্য সবকিছু করেন, এই বিশ্বাস রাখলেই শক্তি মিলবে।’
No comments:
Post a Comment